এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, বাবা-মেয়ে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৫ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৭
মুন্সীগঞ্জ: জেলার শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার হাসাড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশাল রমজান কাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন (৩০) ও তার কন্যা মাহিরা মাহি (১০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী বাবা-মেয়েসহ মহাসড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন ও তার মেয়ে মাহির মৃত্যু হয়।
পরে সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া পুলিশ ফাড়ির একটি টিম ঘটনাস্থলে এসে নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাসাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
শ্রীনগর হাসাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, নিহতদের লাশ বর্তমানে হাঁসাড়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।
সারাবাংলা/পিটিএম