Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ব্যতিক্রমী ‘পথ বইমেলা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৮ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫১

নাটোর: ‘লেখক পাঠক বই, একত্রিত হই’ এই স্লোগান নিয়ে নাটোরে ৬ষ্ঠ বারের মতো দিনব্যাপী ব্যতিক্রমী এক পথ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয় দৈনিক পত্রিকা প্রান্তজনের আয়োজনে নাটোর কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডের রাস্তার পাশে এই পথ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম।

স্থানীয় দৈনিক প্রান্তজনের সম্পাদক সাজেদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ লেখক ও বইপ্রেমীরা।

নাটোরের অন্তত ৩৫ জনসহ শতাধিক লেখক, ছড়াকার, সাহিত্যিক এবং কবিদের বই নিয়ে দিনব্যাপী এই পথ বইমেলা পাঠক, লেখকদের মিলনমেলায় পরিণত হয়েছে। অনেকে লেখকের অটোগ্রাফযুক্ত বই কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন পাঠকরা।

পথ বইমেলার সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।

সারাবাংলা/এমও

পথ বইমেলা বইমেলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর