Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুট্টা ক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৬

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর-ধোপাখালী গ্রামের মাঝখানে কাবলেরচরা মাঠের একটি ভুট্টা ক্ষেত থেকে মজনু খাঁ ওরফে ফজলু মিয়া (২৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মজনু খাঁ ওরফে ফজলু উপজেলার সন্তোষপুর গ্রামের কাশেম আলীর ছেলে।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আলাউদ্দিন আল আজাদ জানান, বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভুট্টা ক্ষেতের মাটিতে ফজলুকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা জীবননগর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ফজলুকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ফজলুর মৃত্যু কি কারণে হয়েছে তা জানতে মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়াও তার সঙ্গে কারও শত্রুতা ছিল কিনা তাও জানার
চেষ্টা করছে পুলিশ।

এদিকে এ ঘটনায় ফজলুর স্ত্রী শিরিনা জানান, ফজলু পেশায় একজন ভ্যান চালক। এদিন সকালে মাঠে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হওযার পর সকাল ১১টায় পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

সারাবাংলা/ইআ

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর