খাগড়াছড়িতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১০
২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৭ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪২
খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
বুধবার (২১ ফেব্রুয়াডরি) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।
স্থানীয় লোকজন জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ জেলার গুইমারা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান। আহত হয় অন্তত ১০ জন। আশপাশের লোকজন আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেছেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. শহিদুজ্জামান জানান, হাসপাতালে আনার আগে দুইজন নিহত হয়েছেন। অনেকে আহত হলেও পাঁচজনের অবস্থা আশংকাজনক।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, বাসটি আটক করা হয়েছে।
সারাবাংলা/এনইউ