Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি যোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৫ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৫

ইয়েমেনে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করেছে হুতি যোদ্ধারা। ইরান-সমর্থিত ইয়েমেনের শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীটি সোমবার দেশটির উপকূলে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে।

হুতিদের হামলায় মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ইয়েমেনের কাছে হুতিরা একটি সামরিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর।

পেন্টগনের ডেপুটি মুখপাত্র সাবরিনা সিং বলেন, ‘ড্রোনটি ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে লোহিত সাগরে পড়ে যায়।’

তিনি বলেন, ‘ড্রোনটি লক্ষ্য করে হুতিরা সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করে। যা ড্রোনটি ভূপাতিত হওয়ার প্রাথমিক কারণ হিসেবে মনে করা হচ্ছে। তবে ভূপাতিত ড্রোনটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।’

এর আগে, গত বছরের নভেম্বরে ইয়েমেনের উপকূলে একই মডেলের আরেকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল হুতিরা। মূলত মনুষ্যবিহীন এই ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়।

সারাবাংলা/ইআ

টপ নিউজ ড্রোন ভূপাতিত হুতি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর