ময়মনসিংহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১৭
২১ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১৭
ময়মনসিংহ: বিভাগীয় জেলা ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
নগরীর টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সদর আসনের জাতীয় সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।
এরপর বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধূরী, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ-বিএনপি, অঙ্গ সহযোগি সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান।
সারাবাংলা/এমও