সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত শহিদ মিনার
২১ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৫১ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৬
ঢাকা: অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই সর্বস্তরের মানুষের ঢল নেমেছে শহিদ মিনারে। তাদের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হচ্ছে কেন্দ্রীয় শহিদ মিনার। জাতি স্মরণ করছে বায়ান্নর একুশে ফেব্রুয়ারি বুকের রক্ত ঢেলে ভাষার অধিকার ছিনিয়ে আনা বীর শহিদদের।
বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথম শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
এর কিছুক্ষণ পরই শহিদ মিনার সবার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, ঢাকার দুই সিটি মেয়র, তিন বাহিনীর প্রধানরা শ্রদ্ধা জানান শহিদ মিনারে। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শহিদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানাতে থাকে।
প্রথম প্রহরেই সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন (ক্র্যাব), হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সর্বজনীন পূজা কমিটি, বিভিন্ন ছাত্রসংগঠন, জগন্নাথ হল পরিবারসহ বিভিন্ন সংগঠনকে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। ফাঁকে ফাঁকে একক ব্যক্তিরাও শ্রদ্ধা জানাচ্ছেন ভাষাশহিদদের প্রতি। সময় গড়াতে গড়াতে ফুলে ফুলে ভরে উঠছে শহিদ মিনারের বেদি।
শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে কবি জসিম উদ্দিন হল, বাংলাদেশ শিশু একাডেমি, জাতীয় পুরোহিত সমাজ বাংলাদেশ, রূপালী ব্যাংক পিএলসি, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, জাগ্রত বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ বাস্তুহারা লীগ, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
আরও শ্রদ্ধা জানিয়েছে বারডেম জেনারেল হাসপাতাল, বঙ্গবন্ধু পরিষদ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাসদ ছাত্রলীগ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ফুল ও ফুলের তোড়া হাতে তারা দীর্ঘ সারি ধরে অপেক্ষা করছেন শহিদ মিনারের বেদিতে পৌঁছানোর অপেক্ষায়।
সারাবাংলা/ইএইচটি/টিআর
একুশে ফেব্রুয়ারি একুশের প্রথম প্রহর টপ নিউজ শহিদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা