Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজদিখানে ব্যক্তিগত উদ্যোগে শহিদ মিনার নির্মাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১২

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নাহিদ আলম খান পশ্চিম রাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি এ এন এম হুমায়ুন কবির সাগরের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হলো শহিদ মিনার।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ফিতা কেটে নব নির্মিত শহিদ মিনারটির উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।

শহিদ মিনার উদ্বোধনের পূর্বে ভাষা শহীদদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা রানি দত্তসহ আরও অনেকে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিরাজদিখান উপজেলায় মোট ১শত ২৮টি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে ৬৩টি প্রাথমিক বিদ্যালয় শহিদ মিনার থাকলেও ৬৫টি বিদ্যালয়ে নেই শহিদ মিনার।

সারাবাংলা/একে

মুন্সীগঞ্জ শহিদ মিনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর