নিখোঁজের ২ দিন পর রিকশাচালকের লাশ উদ্ধার
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৫ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৯
যশোর: যশোরে নিখোঁজের দুই দিন পর বাদশা মোল্লা ওরফে আলমগীর (৬৭) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের সার গোডাউনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বাদশা মোল্লা শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার মৃত মজিত মোল্লার ছেলে।
নিহত ছেলে রাসেল ও রমজান জানান, তাদের বাবা রিকশা চালাতেন। গত রোববার রিকশা নিয়ে বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফেরেননি। তারা থানায় অভিযোগ করেন। পুলিশ গতকাল সোমবার গাজীর দরগাহ এলাকা থেকে তাঁদের বাবার রিকশাটি জব্দ করে। আজ জানতে পারেন লাশ পড়ে আছে যশোর-মাগুরা মহাসড়কের পাশে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ খতিয়ে দেখছে। হত্যাকারীদের আটকে পুলিশ অভিযানে চলছে।
সারাবাংলা/এনইউ