এক মাদরাসা কেন্দ্রেই প্রক্সি দিচ্ছিল ৫৯ ভুয়া পরীক্ষার্থী!
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৪
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৪
নওগাঁ : জেলার সাপাহার উপজেলায় সরফতুল্লাহ ফাজিল মাদরাসা কেন্দ্রে চলমান দাখিল পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ৫৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪৪ জন মেয়ে পরীক্ষার্থী বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সরফতুল্লাহ মাদরাসা কেন্দ্রে আরবি সাহিত্য পরীক্ষা চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্র সচিব আটটি মাদরাসার ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে চিহ্নিত করে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারকে জানান করেন।
সংবাদ পেয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন ঘটনাস্থলে গিয়ে ওইসব পরীক্ষার্থীর কাগজপত্র পরীক্ষা করে নিশ্চিত হন তারা ভুয়া। পরে তিনি জানান, ভুয়া এই পরীক্ষার্থীদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনের আওতায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সারাবাংলা/পিটিএম