Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেয়ারম্যানে জামানত বেড়ে ১০ গুণ, ভাইস চেয়ারম্যানে ১৫ গুণ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২০

ঢাকা : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। নারী সদস্যের ক্ষেত্রে জামানত পাঁচ হাজার টাকা রাখার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইসির ২৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি সচিব মো. জাহাংগীর আলম সংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ইসি সচিব জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নির্বাচনি ব্যয় সর্বোচ্চ ২৫ লাখ টাকা প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া নারী সদস্যদের নির্বাচনি ব্যয় এক লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচনি প্রচারণায় একটির বেশি শব্দযন্ত্র (মাইক) বা জনসভায় চারটির বেশি শব্দযন্ত্রের (মাইকের) ব্যবহার করা যাবে না। নির্বাচনি ক্যাম্প বা অফিসের আয়তন ৬০০ বর্গফুটের বেশি হতে পারবে না।’

জাহাংগীর আলম বলেন, ‘পোস্টার, ব্যানার সাদা-কালো অথবা রঙিন করার প্রস্তাব করা হয়েছে। প্রতীক বরাদ্দের আগে জনসংযোগ এবং ডিজিটাল মাধ্যমে নির্বাচনি প্রচরণার চালানো যাবে। পাঁ চজনের অধিক কর্মী বা সমর্থককে নিয়ে জনসংযোগ করা যাবে না।’

তিনি বলেন, ‘প্রতি ইউনিয়নে একটি এবং পৌরসভার প্রতি ৩টি ওয়ার্ডে একটির বেশি নির্বাচনি ক্যাম্প বা অফিস রাখা যাবে না। শব্দদূষণ প্রতিরোধে শব্দ বর্ধনকারী যন্ত্রের শব্দের মান মাত্রা ৬০ ডেসিবলের অতিরিক্ত হতে পারবে না। প্রচারণায় পোস্টার বা ব্যানারে পলিথিনের ব্যবহার করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের সমর্থনযুক্ত তালিকা দাখিলের বিধান বিলুপ্তের প্রস্তাব করা হয়েছে। অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক। সমভোটের ক্ষেত্রে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রদত্ত ভোটের শতকরা ১৫ ভাগ অপেক্ষা কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত করার প্রস্তাব করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

উপজেলা চেয়ারম্যান জামানত

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর