Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুগন্ধা সৈকতের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ চেয়ে আবেদন, মন্ত্রণালয়ের চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৯ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৩

ঢাকা: কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকতের নামকরণ ‘বঙ্গবন্ধু বিচ’ এবং সুগন্ধা ও কলাতলী সৈকতের মাঝামাঝি জায়গাটির নামকরণ ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ চেয়ে মুক্তিযুদ্ধবিষয় মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। বিষয়টি যাচাই-বাছাই ও আবেদনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে স্থানীয় জেলা প্রশাসক বরাবর। মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দীন ওই চিঠিতে সই করেছেন।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা ও কলাতলী বিচের মাঝখানের খালি স্থানকে বীর মুক্তিযোদ্ধা বিচ নামে নামকরণে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘বিভিন্ন রাস্তাঘাট বীর মুক্তিযোদ্ধা ও সম্মানিত ব্যক্তিদের নামে নামকরণ করার জন্য একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের একটি সিদ্ধান্ত আছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও ইউএনওদের (উপজেলা নির্বাহী কর্মকর্তা) জানানোর বিষয়ে নির্দেশনা রয়েছে। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনো বীর মুক্তিযোদ্ধা, ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের কোনো আবেদন করলে আমরা ডিসি-ইউএনও বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলি।’

বিজ্ঞাপন

চিঠি দেওয়ার অর্থই নাম পরিবর্তন হয়ে যাওয়া— এমনটি নয় জানিয়ে সাহেব উদ্দীন বলেন, ‘এ বিষয়টি নিয়ে কাজ করার জন্য স্থানীয় একটি কমিটি রয়েছে। প্রক্রিয়াটি হলো— আমরা বলার পর স্থানীয় কমিটি এর সম্ভাব্যতা যাচাই করে একটি প্রতিবেদন পাঠায় মন্ত্রণালয়। সেখানে এর বিস্তারিত তুলে ধরা হয়। এটা পাঠানোর পর মন্ত্রণালয় নানা নথিপত্র মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।’

সুগন্ধা সমুদ্র সৈকতের নামকরণের বিষয়ে মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক একটা আলোচনা এসেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল থেকে একটি আবেদন মন্ত্রণালয়ে এসেছে। এর পরিপ্রেক্ষিতে একটি চিঠি দিতে হয় তাই দিয়েছি, যেহেতু সংসদীয় কমিটির সিদ্ধান্ত রয়েছে। এরপর স্থানীয় কমিটি যাচাই-বাছাই করে, সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সরকারের যদি প্রস্তাব উপযুক্ত মনে হয়, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়। সংগঠনের সভাপতি মো. সোলায়মান মিয়ার সই করা ওই চিঠিতে কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকতের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ এবং সুগন্ধা ও কলাতলী সৈকতের মাঝখানের জায়গাটিকে বীর ‘মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের আবেদন করা হয়। ওই দিনই মন্ত্রণালয়ের সচিবের দৃষ্টি আকর্ষণ করে ওই চিঠিতে সই করেছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সারাবাংলা/জেআর/ইআ

কক্সবাজার সমুদ্র সৈকত টপ নিউজ সুগন্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর