Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোলিংয়ের সফলতার রহস্য জানালেন রনি

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১১

বরিশালের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন রনি

বরিশালের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে নিয়েছেন ৫ উইকেট। রংপুর পেসার আবু হায়দার রনির গতির দাপটেই বড় স্কোর দাঁড় করাতে পারেনি তামিম ইকবালের দল। রংপুরের জয়ের নায়কও তাই তিনিই। ম্যাচ শেষে রনি জানালেন, গতি বাড়ানো নিয়ে কাজ করছেন তিনি। নিজের পরিকল্পনায় অটল ছিলেন বলেই এসেছে সাফল্য।

১৩ তম ওভারে বোলিংয়ে এসে এক ওভারেই রনি নিয়েছেন ৩ উইকেট। এতেই বদলে গেছে ম্যাচের গতিপথ। শেষ পর্যন্ত ১২ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন রনি। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, নিজের পরিকল্পনার কারণেই এসেছে সাফল্য, ‘আমার প্ল্যানটা ছিল একদমই সিম্পল। আমি দেখেছিলাম, উইকেটের ব্যাক অফ দ্যা লেন্থে যদি আমি বল করতে পারি তাহলে বাউন্স পাবো। ব্যাটার যেন আমাকে থ্রু দ্যা লাইনে খেলতে না পারে সেই পরিকল্পনাই ছিল। আমি বেশি কিছু ভাবিনি। নিজের প্ল্যানে অটল ছিলাম বলেই সফল হয়েছি।’

বিজ্ঞাপন

পিচ ব্যাটারদের জন্য একটু কঠিন ছিল বলেই মানছেন রনি, ‘উইকেট ব্যাটারদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। শুরুতে ভালো ব্যাট করলেও আমরা ভালোভাবেই ফিরে এসেছি। পেস বল খেলাটা সহজ ছিল না। এটা আমাদের সাহায্য করেছে।’

নিজের গতি নিয়ে কাজ করছেন বলেও জানালেন, ‘আমাদের দেশে অনেক বড় ক্রিকেটার আছে। আমি এত বড় খেলোয়াড় না। সবারই খারাপ সময় যায়। জাতীয় দলে খেলছি না এর মানে এই না যে আমি ক্রিকেটই খেলছি না। আমি ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছি। মাঝে একটু গতি কমে গিয়েছিল। সেটা নিয়েই কাজ করছি।’

সারাবাংলা/এফএম

বিপিএল ২০২৪ রনি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর