Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম কি সাকিবের বলে ছয় মারে নাই— প্রশ্ন মুশফিকের

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০৯ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৬

সাকিব-তামিমের মাঠের লড়াই বেশ উত্তাপ ছড়িয়েছে

দুই বন্ধুর দ্বন্দ্বটা এখনো প্রকাশ্যে। বরিশাল-রংপুর ম্যাচের চেয়ে তাই বেশি আলোচনায় ছিল সাকিব-তামিম লড়াই। ম্যাচের মতো এই লড়াইও যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গতকালের ম্যাচে। সাকিবের বলে আউট হয়েছেন তামিম। সাকিব আউট হওয়ার পর তামিমের সেই উদযাপনও আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচ শেষে বরিশালের মুশফিকুর রহিম জানালেন, সাকিবের বলে তামিম আগে ছয়ও মেরেছেন, আউটও হয়েছেন। তাই সাকিবের বলে তামিমের আউট হওয়া নিয়ে তিনি একদমই ভাবছেন না।

বিজ্ঞাপন

বরিশালের হয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন তামিম। ২০ বলে ৩৩ রান করে বড় স্কোরের আভাস দিচ্ছিলেন। তবে পঞ্চম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই তামিমকে ফেরান সাকিব। মুশফিক বলছেন, সাকিবের বলে তামিমের আউট হওয়া নিয়ে এত আলোচনার কারণ খুঁজে পাচ্ছেন না তিনি, ‘এর আগে কি তামিম সাকিবের বলে আউট হয়নি কিংবা ছয় মারেনি? এটা কিছুই না। আপনারা বিষয়টা ওভাবে দেখলে তাহলে সেরকম কিছু হতে পারে। এটা ক্রিকেটীয় ব্যাপার। সাকিব যে লেন্থে বল করেছে সেটা একটু পরে গিয়ে বাউন্স করেছে। তামিম একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল পুল করবে না ফ্লিক করবে। ইনডিসিশন আসলে এতটুকুই লাগে আউট হতে।’

বিজ্ঞাপন

তামিমকে আউট করার পর স্বভাবসুলভভাবে উদযাপন করেছেন সাকিব। সাকিব যখন আউট হয়েছেন, তখন তার উদযাপনকে খানিকটা ব্যাঙ্গ করে উদযাপন করতে দেখা গেছে তামিমকে। এই উদযাপন নিয়েই চলছে আলোচনা। মুশফিক অবশ্য জানালেন, এরকম কিছু খেয়াল করেননি তিনি, ‘সত্যি বলতে আমি এমন কিছু দেখিনি। আমি দেখেছিলাম ক্যাচটা হয়েছে কিনা। এটা জানার পর এখন হাইলাইটস গিয়ে দেখতে পারি আসলে কি হয়েছে।’

রংপুরের কাছে ১ উইকেটে হারের পর ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বরিশাল। তবে এখনো প্লে-অফ খেলা নিশ্চিত নয় তাদের।

সারাবাংলা/এফএম

ক্রিকেট তামিম বিপিএল ২০২৪ সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর