Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলমডাঙ্গায় ট্রাকচাপায় হতাহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১১

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর মোড়ে বালি বোঝাই ট্রাকচাপায় একই পরিবারের তিন জন হতাহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটকের পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় কুষ্টিয়ার মীরপুর উপজেলার আমবাড়ীয়া গ্রামের চাতাল শ্রমিক আনজিরা খাতুন (৫০) মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন তার স্বামী রিক্সাভ্যান চালক হামিদুল ইসলাম ও ছেলে সুমন।

বিজ্ঞাপন

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, কুষ্টিয়া থেকে বালি বোঝায় একটি ট্রাক দামুড়হুদা থেকে আলমডাঙ্গার দিকে আসছিল। এ সময় কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার আমবাড়ীয়া গ্রামের ভ্যানচালক হামিদুল ইসলাম তার স্ত্রী চাতাল শ্রমিক আনজিরা খাতুন ও ছেলে সুমনকে নিয়ে আলমডাঙ্গায় দিকে যাচ্ছিল।

তিনি আরও জানান, ট্রাকটির চালক রবি কালিদাসপুর মোড়ে এসে তাদের ভ্যানটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনজিরা খাতুন নিহত হন। এ সময় আহত হন হামিদুল ও তার ছেলে সুমন।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আব্দুল গনি।

সারাবাংলা/পিটিএম

আলমডাঙ্গা নিহত

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর