Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকসই উন্নয়নে কক্সবাজার পৌরসভা ও প্রবৃদ্ধি চুক্তিবদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩১ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২০

পৌরসভার সভাকক্ষে কক্সবাজার পৌরসভা ও প্রবৃদ্ধি প্রকল্পের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। ছবি: সংগৃহীত

কক্সবাজার: স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে পৌরসভা পর্যায়ে টেকসই আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে কক্সবাজার পৌরসভা এবং সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রবৃদ্ধি’ প্রকল্পের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহবুবুর রহমান চৌধুরী ও প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মারকাস এহমান সোমবার (১৯ ফেব্রুয়ারি) পৌরসভার সভাকক্ষে এক অনুষ্ঠানে এই চুক্তি সই করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীরা আসার পর নানা চ্যালেঞ্জ তৈরি হলেও এখনো কক্সবাজারে প্রতিবছর লাখ লাখ দেশি-বিদেশি পর্যটকদের সমাগম হচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে কক্সবাজার পৌরসভার অধীন পাঁচ শতাধিক হোটেল-মোটেল, গেস্ট হাউজ ও রিসোর্ট রয়েছে, যেগুলোতে এক লাখ ২০ হাজারেরও বেশি পর্যটকের থাকার ব্যবস্থা আছে। বাংলাদেশের অর্থনীতিতে একটি সম্ভাবনাময় খাত হিসেবে এই পর্যটন খাতের আকারও দিন দিন বাড়ছে। কক্সবাজারে ক্রমবর্ধমান এই খাত প্রতিনিয়ত নতুন কর্মসংস্থান তৈরি করছে। তবে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদের অভাব পর্যটন খাতকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

প্রবৃদ্ধি প্রকল্প যাত্রা শুরু করায় কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহবুবুর রহমান চৌধুরী টেকসই অর্থনৈতিক উন্নয়নের আশাবাদ জানান। এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে গুরুত্ব আরোপ করে মেয়র বলেন, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে পৌরসভা স্থানীয়দের জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

কক্সবাজার পৌরসভায় প্রকল্পের সম্প্রসারণের বিষয়ে জোর দিয়ে প্রবৃদ্ধির টিম লিডার মার্কাস এহমান টেকসই অর্থনৈতিক উন্নয়নে প্রবৃদ্ধির ভূমিকার ওপর আলোকপাত করেন। বলেন, পৌরসভাগুলো একে অন্যের সাফল্যে উৎসাহিত হয়ে নিজেদের এলাকায় এ ধরনের কর্মসূচি প্রণয়নের মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। এই উদ্যোগ সফলভাবে স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রসার ঘটাবে বলে আমরা আশাবাদী।

স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্টাক্টের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রবৃদ্ধি প্রকল্পটি বর্তমানে দেশের সাতটি পৌরসভার সঙ্গে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করছে।

সারাবাংলা/টিআর

কক্সবাজার কক্সবাজার পৌরসভা প্রবৃদ্ধি প্রকল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর