১ ঘণ্টায় নিয়ন্ত্রণে ঝিলপাড় বস্তির আগুন
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৩
ঢাকা: রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা জানান, সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে সোমবার দুপুর ১২টা ৫৭ মিনিটে ঝিলপাড় বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ছয়টি ও পরে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। যুক্ত হন সেনাবাহিনীর সদস্যরাও। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর বিকেল ৪টা নাগাদ প্রায় পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলতে পারেননি তারা। আগুন লাগার কারণও জানা যায়নি।
এদিকে ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তায় সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
সারাবাংলা/টিআর
ঝিলপাড় বস্তি ঝিলপাড় বস্তিতে আগুন টপ নিউজ বস্তিতে আগুন মিরপুরে আগুন