ট্রাক্টর উলটে প্রাণ গেল চালকের
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৫৯
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৫৯
লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জমি চাষ শেষে রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টর উলটে চালক আবুল কালাম আজাদ নাজু (২৩) নিহত হয়েছেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পানবাড়ি ইউনিয়নের পাবনা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার লক্ষ্যনাথের কামাত এলাকার হামিদুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার পানবাড়ি ইউপির পাবনা পাড়া এলাকায় জমি চাষ করতে যান আবুল কালাম আজাদ নাজু। কাজ শেষে ট্রাক্টর নিয়ে রাস্তায় উঠতে গেলে ট্রাক্টরটি উলটে যায়। এ সময় নিচে পড়ে যান চালক নাজু। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/টিআর