পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ৪
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৫৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৫৩
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোড়াই-সখীপুর সড়কে উপজেলার টেলিপাড়া এলাকাই এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বাঁশতৈল পুলিশ ফাড়ির ইনচার্জ হুমায়ূন কবীর জানান, বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপটির সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী।
পুলিশের এই কর্মকর্তা জানান, হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/টিআর