Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজার্ভের কারণে উন্নয়ন প্রকল্পে স্থবিরতা নেই: গণপূর্তমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০০:২৯ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৩৫

রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণপূর্তমন্ত্রী। ছবি: সারাবাংলা

রাজশাহী: দেশের রিজার্ভের কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

তিনি বলেন, ‘দেশে রিজার্ভের কারণে উন্নয়ন প্রকল্প কার্যক্রমে কোনো স্থবিরতা নেই। কোনো উন্নয়ন কার্যক্রমই স্থবির হয়ে পড়েনি। সব কার্যক্রম চলমান রয়েছে। রিজার্ভ নিয়েও আমাদের কোনো সংকট নেই।’

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীর্ঘসূত্রতা পরিহার করে চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার চেষ্টা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কাজের গুণগতমান ভালো করতে গিয়ে অনেক সময় দেরি হয়। সেটি বিবেচনায় রেখেও কোনো কাজ যেন প্রলম্বিত না হয়, সে বিষয়ে তৎপর রয়েছি।’

উবায়দুল মোকতাদির আরও বলেন, ‘সিটি করপোরেশন, পিডব্লিউডি ও বিদ্যুৎ বিভাগের মতো পরিষেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের অভাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন উন্নয়ন প্রকল্পগুলোতে দীর্ঘসূত্রতা বাড়ছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) থেকে অনুমতি না নিয়ে কেউ যদি আবাসন গড়ে তোলেন, সেটি বেআইনি কাজ। সে বিষয়টি দেখবেন জেলা প্রশাসক। কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদসহ অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

সারাবাংলা/টিআর

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর