কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সরকারের সঙ্গে কাজ করতে চায় ইইউ
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৫ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৪৮
ঢাকা: সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে আগের মতোই বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াটলি।
প্রতিনিধি দলটি বাংলাদেশের নারীদেরকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের ভাষা, শিক্ষা ও বিভিন্ন দক্ষতা বাড়াতে সহযোগিতা করার আগ্রহ দেখায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট এর টিম লিডার মিস জুরাটি স্মালস্কিসটি।
সারাবাংলা/জেআর/টিআর
ইইউ অ্যাম্বাসেডর মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নওফেল