Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পরিবারের মতো ভালোবেসে রেলকে সুন্দরভাবে সাজাতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৭

ঢাকা: রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, বাংলাদেশ রেলওয়ে একটি পরিবার। এখানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী সেই পরিবারের সদস্য। নিজ পরিবারের মতো ভালোবেসে রেলকেও সুন্দরভাবে সাজাতে হবে। রেলকে লাভজনক করতে কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, রেলমন্ত্রী ঈশ্বরদী লোকসেড ও পাকশী রেলওয়ে কন্ট্রোল অফিস ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় সরজমিনে পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

রেলমন্ত্রী বলেন, ‘প্রাইভেট অরগানাইজেশনলো ভালো কাজ করে, বিধায় তাদের কখনো লোকসান হয় না। রেলেকে নিজের মনে করে আন্তরিকভাবে কাজ করলে, এটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। অন্যরা যদি পারে, আমরা কেন রেলের পরিবর্তন আনতে পারব না। আমরা অবশ্যই পারব।’

জিল্লুল হাকিম বলেন, ‘মানুষ ট্রেনে যাওয়ার সুযোগ পেলে অন্য কোনো পরিবহন ব্যবহার করতে চায় না। আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে রেলের আয় বাড়াতে পারি। রেলের সমস্যাগুলো সমাধান করতে পারলে ও আয় বাড়লে কর্মকর্তা-কর্মচারীদের জীবনমানের পরিবর্তন হবে। সেজন্য যাত্রীদের সেবা নিশ্চিত করতে হবে, যাতে মানুষ নির্বিঘ্নে পরিচ্ছন্নভাবে ট্রেনে যাতায়াত করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে।’

এদিকে, ঈশ্বরদী লোকসেড পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলপথমন্ত্রী বলেন, ‘স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি আমলে ধ্বংসপ্রাপ্ত রেলকে পুনঃজীবিত করেছেন। আমরা তার নির্দেশ অনুযায়ী রেলকে সাজাতে কাজ করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় স্মার্ট বাংলাদেশের অংশীদার হওয়ার জন্য কাজ করছে। ওয়ার্কশপগুলোকে আরও কর্মক্ষম ও আধুনিকভাবে সম্প্রসারিত করার জন্য কাজ চলমান রয়েছে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

মো. জিল্লুল হাকিম রেলপথমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর