Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসার ৪ শিক্ষার্থীকে যৌন নির্যাতন, শিক্ষকের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৮

চট্টগ্রাম ব্যুরো: মাদরাসার চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।

দণ্ডিত নাছির উদ্দিন (৩৫) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ছোট বেউলা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি রাঙ্গুনিয়া উপজেলার আহমদিয়া আজিজুল উলুম মাদরাসার হোস্টেল সুপার হিসেবে কাজ করতেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিকো বড়ুয়া সারাবাংলাকে জানান, মাদরাসার চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ওই শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। তিনি একজন কোরআনের হাফেজ। ১৬৪ ধারায় আসামি জবানবন্দি দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০২০ সালের ১৯ অক্টোবর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদরাসায় চার শিশুকে ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মাদরাসা শিক্ষক নাছির উদ্দিনের নামে মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ২০২১ সালের ৪ জুলাই নাছির উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০২২ সালের ২৪ জানুয়ারি নাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১১ জনের সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।

সারাবাংলা/আইসি/পিটিএম

টপ নিউজ মাদরাসা শিক্ষার্থী মৃত্যুদণ্ড যৌন নির্যাতন রায় শিক্ষক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর