Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃদরোগের শিশুদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে কাতার চ্যারিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৫

ঢাকা: জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ১০ দিনব্যাপী হেলথ ক্যাম্প শুরু করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ হেলথ ক্যাম্প। চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই হেলথ ক্যাম্পের মাধ্যমে ১০০ বেশি শিশুর হার্টে প্রয়োজনীয় ডিভাইস স্থাপন করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন ও কাতার থেকে আসা মেডিকেল টিম এই ক্যাম্পে অংশ নিয়েছে।

বিজ্ঞাপন

হেলথ ক্যাম্পের কো অর্ডিনেটর অধ্যাপক ড. নুরুন নাহার ফাতিমা বলেন, ‘আমরা বেশ কয়েক বছর ধরে কাতার চ্যারিটির সঙ্গে কাজ করছি। জন্মগত হৃদরোগে আক্রান্ত এসব শিশুরা খুবই দরিদ্র পরিবারের। ব্যয়বহুল এই চিকিৎসা বহন করার সামর্থ্য এদের অভিভাবকদের নেই। কাতার চ্যারিটি সম্পূর্ণ ব্যয় বহন করে দরিদ্র এই পরিবারগুলোর মুখে হাসি ফুটিয়েছে। শিশুগুলো এখন একটি সম্পূর্ণ সুস্থ জীবন পাবে।’

জর্ডান ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ড. আইয়াদ আমরী বলেন, ‘কাতার চ্যারিটির এই ক্যাম্পেইনের মাধ্যমে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ১০০ বেশি শিশুকে প্রয়োজনীয় ডিভাইস দিয়ে চিকিৎসা দেওয়া হবে। গত ৪ দিনে ৩৫ জনের বেশি শিশুর দেহে ডিভাইস স্থাপন করেছি। সবাই সুস্থ আছে।’

কাতার চ্যারিটির কান্ট্রি ডাইরেক্টর ড. আমিন হাফিজ ওমর বলেন, ‘কাতারের ডোনারদের সহায়তায় অসহায় ও গরিব শিশুদের সুস্থ জীবন উপহার দিতে এই হেলথ ক্যাম্প চলছে। কাতার চ্যারিটির এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এজেড/এনএস

কাতার চ্যারিটি হৃদরোগ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর