জসওয়ালের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরিতে যত রেকর্ড
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪০
বাজবল ঝড়ে ঘরের মাটিতে ভারতকে কুপোকাত করার লক্ষ্য নিয়েই এসেছিল ইংল্যান্ড। তবে ভারতের ২২ বছর বয়সী তরুণ এক ওপেনারের ‘বাজবল’ স্টাইলে রীতিমত উড়ে গেছে ইংল্যান্ডের বোলিং আক্রমণ। রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছেন ইয়াশাভি জসওয়াল। ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরির সময় বেশ কিছু নতুন রেকর্ডও গড়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৩৬ বলে ২১৪ রানে অপরাজিত ছিলেন জসওয়াল। এই ইনিংসে জসওয়াল হাঁকিয়েছেন ১২টি ছক্কা। টেস্টে এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা। জসওয়াল ভাগ বসিয়েছেন পাকিস্তানের ওয়াসিম আকরামের ২৮ বছর পুরনো রেকর্ডে। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ১২টি ছক্কা মেরেছিলেন তিনি। চলতি সিরিজে এখন পর্যন্ত ২০টি ছয় মেরেছেন জসওয়াল। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে এক সিরিজে এত বেশি ছক্কা মারেননি আর কেউই! এখনো সিরিজের দুটি টেস্ট বাকি আছে।
জসওয়ালের সাথে রেকর্ড গড়েছে ভারতীয় দলও। নিজেদের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মেরেছে তারা। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা মেরেছেন ২৮টি। এর আগে সর্বোচ্চ ছক্কা ছিল ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭টি। এক সিরিজে দলীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এর মাঝে ভেঙ্গেছে ভারত। তিন টেস্টেই ভারতীয় ব্যাটাররা মেরেছেন ৪৮টি ছক্কা। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৪৭টি ছয় মেরেছিল ভারত।
এই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভাইজ্যাকে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন জসওয়াল। টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া তৃতীয় ভারতীয় হলেন জসওয়াল। ১৯৯২-৯৩ মৌসুমে ভিনোদ কাম্বলি ও ২০১৭-১৮ মৌসুমে বিরাট কোহলি টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন।
ভারতের হয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটি এতদিন ছিল মহেন্দ্র সিং ধোনির। ২০১৩ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩১ বলে ডাবল সেঞ্চুরি পান তিনি। আজ জসওয়ালও ২০০ ছুঁয়েছেন ২৩১ বলে।
সারাবাংলা/এফএম