Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা সভাপতির বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৪

বাগেরহাট: মোংলায় একটি মাদরাসা ও হেফজখানার দু’টি শিশুকে বলাৎকারের অভিযোগে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে মোংলা থানায় ওই মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরদারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা আব্দুস সালাম।

থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ‘আউয়াল সরদার গত ১০ ও ১৪ ফেব্রুয়ারি মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের একটি মাদরাসা ও হেফজখানার দু’টি শিশুকে বলাৎকার করে। এ ঘটনায় বলাৎকারের শিকার একটি শিশুর বাবা আব্দুস সালাম বাদী হয়ে রোববার সকালে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।’

মামলার আসামি আউয়াল সরদারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি কে এম আজিজুল ইসলাম।

সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারাদার বলেন, আগে-পরে এরকম অপকর্ম বারবার করেছে আউয়াল। বলৎকারের ঘটনাটি সত্য। তার বিচার হওয়া উচিত।

সারাবাংলা/এমও

টপ নিউজ বলাৎকার মাদরাসা সভাপতি মামলা মোংলা শিশু বলাৎকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর