Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনাকে হারিয়েই প্লে-অফে যেতে চান তানজিদ

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৪১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৪২

শেষ ম্যাচে জিতলেই প্লে অফে যাবে চট্টগ্রাম

বিপিএলের প্লে অফের সবশেষ পজিশনের জন্য লড়াইটা বেশ জমে উঠেছে। নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেই ম্যাচে জিতলেই প্লে অফ নিশ্চিত করবে তানজিদ তামিমের দল। ঢাকার বিপক্ষে দারুণ এক জয়ের পর তামিম জানিয়েছেন, চাপমুক্ত থেকেই খুলনার বিপক্ষে জয় নিয়ে প্লে অফে যেতে চায় চট্টগ্রাম।

টুর্নামেন্ট শুরুর আগে চট্টগ্রামকে ফেভারিটদের তালিকায় রাখেননি কেউই। তবে দুর্দান্ত পারফরম্যান্সে প্লে অফের খুব কাছে পৌঁছে গেছে চট্টগ্রাম। ১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। ১০ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে খুলনা। পরের ম্যাচে মুখোমুখি দুই দল। এই ম্যাচের জয়ী দলই চলে যাবে প্লে অফে।

বিজ্ঞাপন

তামিম বলছেন, অতিরিক্ত চাপ না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চান তারা, ‘আমি যদি উইকেটে থাকি তাহলে দলের জন্য ভালো, আমার জন্যও ভালো। শেষ ম্যাচটা আমাদের জন্য ডু অর ডাই। ওই ম্যাচটা জিতলেই কোয়ালিফাই করব। সবাই আশা করে থাকবে। তবে আমরা বেশি চাপ নিবো না। স্বাভাবিকভাবেই ম্যাচটা খেলতে হবে।’

নিজেদের সেরাটা দিলেই প্লে অফে খেলা সম্ভব বলে মানছেন তামিম, ‘টি-২০ তে ছোট দল বড় দল বলে কিছু নেই। যেদিন যে দল সেরা ক্রিকেট খেলে তাই জিতবে। আমরা ছোট না বড় দল কখনোই সেটা চিন্তা করিনি। আমরা মাঠে নিজেদের সেরাটা দিয়েছি। আমাদের সেরা ফলাফলই আমাদের দিকে এসেছে।’

সারাবাংলা/এফএম

ক্রিকেট খুলনা চট্টগ্রাম তানজিদ তামিম বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর