Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মণিরামপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০২:২৫

যশোর: যশোরের মণিরামপুরে মানবেন্দ্র মণ্ডল ওরফে মানব মণ্ডল (৩৬) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের কুলটিয়া মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মানবেন্দ্র উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মণ্ডলের ছেলে।

এদিকে, গুলি করে পালিয়ে যাওয়ার সময় ৩ দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। মানব মণ্ডল কুলটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

আটকরা হলো, অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের নারায়ন মন্ডলের ছেলে শিশির মণ্ডল (৩০), মণিরামপুর উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার (১৮) ও অভয়নগর উপজেলার বুইকরার মৃত সোহরবের ছেলে হান্নান (৩২)।

জানা যায়, শুক্রবার রাতে উপজেলার কুলটিয়া মোড়ে নিপুণ মণ্ডলের দোকানে যান মানব মণ্ডল। দোকানে তারা গল্প করছিলেন। এ সময় কিছু বুঝে উঠার আগেই দুই মোটরসাইকেলে আসা তিন যুবক মানব মণ্ডলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মানবের উরুতে লাগে। তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নিপুণ মন্ডল জানান, মানব তার দোকানে পৌঁছানোর ৫ মিনিট পরেই এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আহত মানবেন্দ্র মণ্ডল শার্শা উপজেলায় ‘দিশা’ নামের শিক্ষা পাঠ্যক্রমে কাজ করেন। স্থানীয় ঘের নিয়ে প্রতিপক্ষদের বিরোধের জেরে ভাড়াটে চরমপন্থী সদস্য ‘ওলিয়ার চেয়ারম্যান’ হত্যা মামলার আসামি দুর্জয় ও শিশিরের মাধ্যমে সহযোগী অন্যদের দিয়ে মানবেন্দ্রকে হত্যার উদ্দেশ্যে গুলি করে, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণে বেঁচে যায় মানবেন্দ্র।

বিজ্ঞাপন

এদিকে, গুলির ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়রা সন্ত্রাসীদের ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় অভয়নগর উপজেলার ডহর মাগুরায় জনতা তাদের আটকে করে। পরে পুলিশের হাতে ওই ৩জন সন্ত্রাসীকে তুলে দেওয়া হয়।

যশোর ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানিয়েছেন, মণিরামপুরে সন্ত্রাসীদের গুলিতে মানবেন্দ্র মণ্ডল নামে একজন গুলিবিদ্ধের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সারাবাংলা/এমও

টপ নিউজ মণিরামপুর স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর