Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনা থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩০

বরিশাল: মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর সাব্বির হোসেন (১৯) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নদীর ইয়ামিন মুন্সীর ইটভাটা এলাকার কাছে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

সাব্বির হোসেন ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা মো. মাহতাব হোসেন ছেলে। তিনি ঢাকার মোহাম্মদ বায়তুল আমান মাদরাসার ছাত্র ছিলেন।

নিহত সাব্বিরের স্বজন আবুল কালাম বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে সাব্বিরের বাড়ি। কিন্তু ছোটবেলা থেকে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতো।

নৌ-পুলিশের পরিদর্শক তারিকুল জানান, বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন সাব্বির। বুধবার দুপুর দেড়টার দিকে মামা নাছিরউদ্দিনের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে গিয়েছিলেন তিনি। কিন্তু সাঁতার না জানার কারণে নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হন। শনিবার সকালে ঘটনাস্থলের অদূরে তার মরদেহ ভেসে উঠে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/একে

মরদেহ উদ্ধার মেঘনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর