Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিবিদ্ধ নারীসহ ৫ রোহিঙ্গাকে নাফ নদীতে আটকে রেখেছে বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৮ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৫

কক্সবাজার: একটি নৌকাযোগে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে ৫ রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করছে। তাদের নাফ নদীতেই আটকে রেখেছে বিজিবি সদস্যরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় তারা বাংলাদেশে সীমানায় প্রবেশ করে।

এর আগে, টেকনাফ উপজেলার পূর্ব ও দক্ষিণাংশে মিয়ানমার সীমান্তের ওপারে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বিকট শব্দের বিস্ফোরণ শোনা যায়।

শাহপরীর দ্বীপের নাফ নদীসংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ওই নৌকায় যে ৫ জন রয়েছে তাদের একজন নারী, অপর ৪ জন পুরুষ। যেখানে নারীটি গুলিবিদ্ধ। বিজিবি সদস্যরা নৌকাটি ঘিরে অবস্থান নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সাড়ে ৭টা) ৫ রোহিঙ্গা নাফ নদীতে ভাসমান নৌকায় অবস্থান করছেন। বিজিবি সদস্যরা তাদের ফেরত পাঠানোর চেষ্টা করছেন।

শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিন জানিয়েছেন, বিকালে একটি নৌকা শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছে ৫ জন। এদের মধ্যে একজন নারী গুলিবিদ্ধ। শোনা যাচ্ছে তারা নাকি চিকিৎসার উদ্দেশে এসেছেন।

শাহপরীর দ্বীপ জেটিতে মাছ ধরতে যাওয়া স্থানীয় যুবক রুবেল বলেন, ‘আমরা জেটিতে বড়শি দিয়ে মাছ ধরছিলাম। এমন সময় একটি নৌকা জেটিতে পৌঁছে। নৌকায় একজন গুলিবিদ্ধ রোহিঙ্গা নারী রয়েছে। পরে বিজিবি সেখানে পৌঁছে নৌকাটি ঘিরে রাখে। নৌকায় গুলিবিদ্ধ নারীর হাতে স্যালাইন লাগানো রয়েছে।’

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে একটি নৌকায় পাঁচ জন রোহিঙ্গা নাগরিক শাহ পরীর দ্বীপ জেটি ঘাটে এসেছেন। এ পাঁচজন রোহিঙ্গা নাগরিক। তার মধ্যে স্বামী-স্ত্রী দু’জন। আর তিনজন নৌকার মাঝি-মাল্লা বলে দাবি করছে। এর মধ্যে নারীটি গুলিবিদ্ধ রয়েছেন, তবে বিজিবি তাদের ঢুকতে দিচ্ছে না।’

বিজ্ঞাপন

তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত বিজিবির সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘এটি মিয়ানমারের সমস্যা। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি ও কোস্টগার্ডের টহল বাড়ানোর হয়েছে। সীমান্তে বসবাসরত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনোভাবে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।’

সারাবাংলা/এমও

গুলিবিদ্ধ টপ নিউজ নাফ নদী বিজিবি রোহিঙ্গা নারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর