Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর তিন উদ্যোগে চট্টগ্রাম হবে সিলিকন সিটি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০২

চট্টগ্রাম ব্যুরো : প্রধানমন্ত্রীর তিনটি উদ্যোগে চট্টগ্রাম তথ্যপ্রযুক্তি খাতের কেন্দ্র বা সিলিকন সিটিতে পরিণত হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার্স অব কমার্স আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামকে ইতোমধ্যে তথ্যপ্রযুক্তি খাতের তিনটি উপহার দিয়েছেন। একশ কোটি টাকা ব্যয়ে দশ তলা শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর সেন্টার হচ্ছে। শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ও ইনকিউবেশন নির্মাণের কাজ চলছে। নলেজ পার্ক তৈরির জন্য জায়গা নির্বাচন করা হয়েছে। এ কাজগুলো সম্পন্ন হলে চট্টগ্রাম একটি সিলিকন সিটিতে রূপান্তরিত হবে। ’

আইটি খাতের তিনটি উদ্যোগ নিয়ে পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘সিটি করপোরেশনের অধীনে চান্দগাঁওয়ে চট্টগ্রাম শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার যেটা হচ্ছে, সেখানে পাঁচ হাজার বর্গফুট আমরা স্টার্টআপের জন্য দিয়ে দেব। সেখানে প্রথম ছয় মাস উদ্যোক্তারা বিনা খরচে অফিস খুলতে পারবেন। পরে তাদের কর্মদক্ষতার ওপর ভিত্তি করে আরো ছয় মাস বিনা খরচে কাজ করার সুযোগ পাবে। অর্থনৈতিক বিনিয়োগের সুবিধা সেখানে সরকার দেবে।’

তথ্যপ্রযুক্তি খাতে সব ধরনের সেবা দিতে সরকার বদ্ধপরিকর মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে চট্টগ্রামের কোনো তরুণ-তরুণী যদি উদ্যোক্তা হতে চান, তার জন্য যত ধরনের সেবা লাগবে সব দিতে বর্তমান সরকার প্রস্তুত আছে। দেশে যারা আইটি ফ্রিল্যান্সার আছেন, তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।’

বিজ্ঞাপন

‘অনেকে যারা গ্রামে আছেন, উপজেলায় থেকেও দেশ-বিদেশের অনলাইন মাকের্টপ্লেসে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন, তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। তাদের উদ্যোক্তা হিসেবে গড়তে পারলে হাজার-হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে।’

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি ওমর হাজ্জাজের সভাপতিত্বে অনুষ্ঠানে সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালের সভাপতি মো. আব্দুল্লাহ ফরিদ বক্তব্য রাখেন।

আলোচনা অনুষ্ঠানের আগে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় তথ্যপ্রযুক্তি খাতের ৪০টি কোম্পানি ৬৪টি স্টল দিয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

সারাবাংলা/আরডি/একে

আইসিটি টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর