Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলের বৌভাতের বাজার করতে গিয়ে ট্রাকচাপায় শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৩

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বৈরাগীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান (৫৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার কামদিয়া ইউনিয়নের পূর্ব বানিহালি গ্রামের মৃত আসাদ মাস্টারের ছেলে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট মহাসড়কের কাটানামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের লোকজন জানান, আজ লুৎফর রহমানের বাড়িতে তার ছেলে রাব্বি’র বৌভাতের অনুষ্ঠান ছিল। সেই বৌভাতের কিছু বাজার করার জন্য তিনি মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক লুৎফর রহমান মোটরসাইকেল চালিয়ে রাজাবিরাট সড়ক থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উঠলে গোবিন্দগঞ্জমুখী মালবাহী একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লুৎফর রহমান মারা যান। দুর্ঘটনার পরপরই পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

সারাবাংলা/এমও

ট্রাকচাপা বৌভাতের বাজার শিক্ষকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর