Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসাখাতে ব্যাপক উন্নতি হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৪

কক্সবাজার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্তলাল সেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চিকিৎসাখাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।’

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারে মেডিকেল কলেজ আয়োজিত ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে চিকিৎসা শিক্ষা সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী এসময় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সেবা দেওয়ার ব্রত নিয়েই মানবসেবার কাজে নিজেকে সম্পৃক্ত করতে হবে।’

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা মো ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিঞা, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু বক্তব্য রাখেন।

এর আগে মেডিকেল কলেজের সার্বিক দিক ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন।

সারাবাংলা/এমও

চিকিৎসাখাত টপ নিউজ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর