Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৈলাশ টিলায় মিলবে আরও ১.৬ টিসিএফ গ্যাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৯

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, সিলেটের গোলাপগঞ্জের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে আরও ১ দশমিক ৬ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস পাওয়া যাবে। আগামী চার মাসের মধ্যে কূপ খনন শেষ হবে। এরপর এ গ্যাস কূপ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) অনুসন্ধান কূপ কৈলাশটিলা-৮ খনন প্রকল্প পরিদর্শন শেষে জ্বালানি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নসরুল হামিদ আরও বলেন, ‘কৈলাশটিলা ফিল্ডে আগে ৩ টিসিএফ মজুত ছিল। অনুসন্ধান কূপ খনন করায় মজুত আরও বাড়বে। দেশীয় ফিল্ড থেকে গ্যাস পেলে ৪ টাকায় পাওয়া যায়। একই পরিমাণ গ্যাস আমদানি করতে ৬০ টাকা খরচ হয়। মাত্র ২৩ শতাংশ গ্যাস আমদানি করতে না হলে অনেক সাশ্রয় হতো।’

এ সময় কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা উদ্যোগ নেবেন, আমরা সেই অপেক্ষায় বসে থাকি। মন্ত্রণালয় কোনো প্রকল্প গ্রহণ করে না। আমরা চাই প্রত্যেকে সক্ষমতা দেখাক, আমরা তাদের সক্ষমতার দিকটি দেখতে চাই। যারা ভালো করবে তাদের মূল্যায়ন করা হবে।’

এর আগে সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ৫০ হাজার স্মার্ট গ্যাস মিটার কার্যক্রম এবং ডাটা সেন্টারের উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী। সে সময় তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি করা হচ্ছে। স্মার্ট গ্যাস মিটার গ্যাসের অপচয় ও অর্থের সাশ্রয় করবে। আগামী চার বছরের মধ্যে সারাদেশে গ্যাস বিতরণের ক্ষেত্রে স্মার্ট মিটার সংযোজন করা হবে।

এ সময় অন্যানের মাঝে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এরপর তিনি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাসটিলা আট নং কূপের খননকার্য পরিদর্শন করেন। এ বছরের এপ্রিলের শেষ নাগাদ এ কূপ হতে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

চলতি বছরের ১১ জানুয়ারি কৈলাশটিলা-৮ কূপের খনন কাজ শুরু হয়। চার মাসের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির এই কূপটি খনন করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স।

সারাবাংলা/জেআর/এনএস

টপ নিউজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর