ধর্ষণচেষ্টা: চবি শিক্ষক চাকরিচ্যুত
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৯
চট্টগ্রাম ব্যুরো: ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অপরাধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের এক শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে। অভিযোগের সত্যতা মিলেছে মর্মে তদন্ত কমিটির প্রতিবেদন পাবার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৪৮তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কে এম নূর আহমদ সারাবাংলাকে বলেন, ‘সিন্ডিকেট সভায় ওই শিক্ষককে স্থায়ীভাবে অপসারণ করার সিদ্ধান্ত হয়েছে। বাকি পদক্ষেপ চলমান আছে।’
জানা গেছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। কিন্তু প্রতিবেদনে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার কোনো সুপারিশ না করায় সিন্ডিকেটও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
গত ৩১ জানুয়ারি দুপুরে চবি উপাচার্য শিরীণ আখতারের কাছে রসায়ন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রী নিজ বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে লিখিতভাবে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ করেন। এরপর থেকে সেই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
ছাত্রীর অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে বিভাগের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। অভিযোগ তদন্তে কমিটি করেন চবি উপাচার্য।
সারাবাংলা/আরডি/এনএস