নাভালনির মৃত্যু: বাইডেনসহ পশ্চিমাবিশ্ব দায়ী করছে পুতিনকে
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৩১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৮
গত এক দশকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা কারাবন্দি অ্যালেক্সেই নাভালনির মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই সরাসরি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও পশ্চিমাবিশ্বের অন্য নেতারাও তার মৃত্যুর পেছনে সরাসরি পুতিনেরই দায় দেখছেন। তারা বলছেন, এই মৃত্যুর জন্য প্রেসিডেন্ট পুতিন ও রাশিয়াকে জবাবদিহি করতে হবে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন অ্যালেক্সেই নাভালনি। একাধিক মামলায় সাজাপ্রাপ্ত নাভালনিকে গত বছরের শেষের দিকে এই কারাগারে স্থানান্তরিত করা হয়।
নাভালনির মৃত্যুতে ভ্লাদিমির পুতিন ও তার সহযোগী দুর্বৃত্তদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, কোনো ভুল করার সুযোগ নেই, (নাভালনির মৃত্যুর জন্য) পুতিনই দায়ী। যা ঘটেছে এবং ঘটে চলেছে, তা পুতিনের নৃশংসতারই আরও আরও প্রমাণ। পুতিন কেবল অন্য দেশের নাগরিকদেরই নয়, নিজের দেশের জনগণের ওপরও জঘন্যতম অপরাধ করে থাকে। এ বিষয়ে রাশিয়া কেবল নয়, বিশ্বের কোথাওই কাউকে বোকা বানানোর সুযোগ নেই।
আরও পড়ুন- কারাগারেই প্রাণ গেল পুতিনবিরোধী নাভালনির
একই সুরে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন, তারা (রুশ কর্তৃপক্ষ) যে গল্পই বলুক না কেন, রাশিয়াই নাভালনির মৃত্যুর জন্য দায়ী। হোয়াইট হাউজের পক্ষ থেকেও নাভালনির মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সরাসরি বলেছেন, পুতিনই হত্যা করেছেন নাভালনিকে। সাহস প্রদর্শনের মূল্য জীবন দিয়ে দিতে হয়েছে নাভালনিকে— এমন মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, নাভালনির মৃত্যু রাশিয়ার জনগণের জন্য বড় ধরনের এক ধাক্কা।
শান্তিতে নোবেল পেয়েছিলেন রাশিয়ার নাগরিক দিমিত্রি মুরাতোভ। তিনি বলেন, নাভালনিকে তিন বছর ধরে নির্যাতন ও যন্ত্রণা দেওয়া হয়েছে।
রাশিয়া ও পুতিনকে জবাবদিহিতার আওতায় আনার জন্য যা কিছু প্রয়োজন, সবই করবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এক যৌথ বিবৃতিতে ইইউয়ের প্রেসিডেন্ট উরসুলা ফর ডার লিয়েন ও ভাইস প্রেসিডেন্ট জোসে বোরেল বলেন, পুতিন ও তার সরকার, যারা নিজেদের জনগণের কাছ থেকে আসা ভিন্নমতকেই ভয় পায়, তারাই তাকে ধীরে ধীরে হত্যা করেছে। রাশিয়ার রাজনৈতিক নেতৃত্ব ও কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনার জন্য আমরা চেষ্টার কোনো ঘাটতি রাখব না।
অভিযোগ অস্বীকার রাশিয়া সরকারের
এদিকে রাশিয়া সরকার নাভালনির মৃত্যু ঘিরে জো বাইডেনসহ পশ্চিমাবিশ্বের দাবি ও অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। এসব প্রতিক্রিয়াকে তারা প্রচলিত রাশিয়াবিরোধী রাজনীতির অংশ হিসেবেই মনে করছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, নাভালনির মৃত্যু নিয়ে পশ্চিমাদের অভিযোগের মধ্য দিয়ে তাদের নিজেদের চরিত্রই উন্মোচিত হয়েছে। নাভালনির মরদেহের ময়নাতদন্তের ফল এখনো জানা যায়নি। কিন্তু পশ্চিমাবিশ্বে ঠিকই নিজেদের মতো করে সিদ্ধান্তে পৌঁছে গেছে।
এদিকে নাভালনির মৃত্যু সম্পর্কে পেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনিও বলেছেন, নাভালনির মৃত্যু নিয়ে পশ্চিমাদের প্রতিক্রিয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সারাবাংলা/টিআর
অ্যালেক্সি নাভালনি কারাবন্দি অবস্থায় মৃত্যু টপ নিউজ ভ্লাদিমির পুতিন