Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলার ১৬তম দিনে রেকর্ড ২৯৮টি বই প্রকাশ

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪২

ঢাবি: অমর একুশে বইমেলার ষোলোতম দিনে সব রেকর্ড ছাড়িয়ে ২৯৮টি নতুন বই প্রকাশ পেয়েছে। এবারের বইমেলায় একদিনে সর্বোচ্চ সংখ্যক নতুন বই প্রকাশিত হলো আজ। এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বইমেলার নবম দিনে সর্বোচ্চ ১৭১টি বই প্রকাশ পেয়েছিলো।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এদিকে, বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন হারিসুল হক।

হারিসুল হক বলেন, ‘জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন, তখন এদেশের মানুষ যক্ষা, ম্যালেরিয়া, বসন্ত ও পেটের পীড়ায় মৃত্যুবরণ করত। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হয়ে উঠেছিল ডা. আব্দুল মালিকের কর্মদক্ষতা, মেধা ও যোগ্যতা প্রদর্শনের অনুপম ক্ষেত্র। তিনি যে দেশমাতৃকার সুযোগ্য সন্তান সেটি তার কাজের ব্যাপ্তির মাধ্যমেই প্রমাণ করে গেছেন। জাতিকে নিরোগ রাখতে, বিশেষ করে হৃদরোগের ক্ষেত্রে তিনি বেশ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি মনে করতেন ধনী-গরীব উভয় পরিবারের সন্তানদের জন্যই প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, ‘দেশের মানুষের হৃদরোগ চিকিৎসার জন্য অধ্যাপক আব্দুল মালিক আজীবন কাজ করে গেছেন। তিনি কেবল ভালো চিকিৎসকই ছিলেন না, একজন অসাধারণ শিক্ষক ও জনদরদী মানুষও ছিলেন। তার কীর্তির মধ্য দিয়েই তিনি গণমানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।’

এদিকে, ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন গবেষক ড. এম আবদুল আলীম, কথাসাহিত্যিক নাহার মনিকা, কবি স্নিগ্ধা বাউল এবং শিশুসাহিত্যিক অপু বড়ুয়া।

বিজ্ঞাপন

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সুজন বড়ুয়া, মৌলি আজাদ, মাসরুরা লাকী, রিপন আহসান ঋতু এবং মমতাজ রহমান। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সোহরাব হোসেন, সাধন কুমার দাশ, দেবাশীষ রুদ্র, ফারহানা পারভীন হক তৃণা এবং নূরননবী শান্ত।

সারাবাংলা/আরআইআর/এমও

নতুন বই বই প্রকাশ বইমেলা বইমেলা ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর