Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ জেলেকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো নৌবাহিনী

সারাবাংলা ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গভীর সমুদ্রে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া ৫ জেলের মধ্যে চার জনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধার চার জেলে হলেন- মো. ইউনুস (৪০), মো. হোসেন (৩৭), আবু বকর সিদ্দিক (৪০) ও নূর মোহাম্মদ (৩৩)। তারা সবাই কক্সবাজারের স্থানীয় বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ৬ নম্বর ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ফিশিং ট্রলার ‘মা’ গভীর সমুদ্রে যায়। রাতে ট্রলারের তলা ফেটে যাওয়ায় ফিশিং বোটটি সাগরে তলিয়ে যায়। এসময় বোটে থাকা ১৬ জনের মধ্যে ১১ জেলে সমুদ্রে ঝাঁপ দিয়ে পাশের আরেকটি ফিশিং বোটে উঠতে সক্ষম হয়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরগামী ‘এমভি রাফলেস প্রগ্রেস’ নামে একটি জাহাজ বাকি চার জেলেকে উদ্ধার করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের ( আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ উপকূলের প্রায় ১৩২ নটিক্যাল মাইল দক্ষিণের গভীর সমুদ্র থেকে চার জেলেকে গ্রহণ করে। এরপর তাদের প্রয়োজনীয় চিকিৎসা, খাবার দিয়ে কক্সবাজার ইনানী এলাকায় স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় একজন জেলে এখনও নিখোঁজ আছেন।

সারাবাংলা/আইসি/এমও

নৌবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর