Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্কোন্দলে মাথায় আঘাত, আইসিইউতে ছাত্রলীগ নেতা অপূর্ব

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৩

আহত ছাত্রলীগ নেতা অপূর্ব এখন পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। ছবি: সারাবাংলা

ছাত্রলীগের অন্তর্কোন্দলে মারধরের শিকার হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতা অপূর্ব চক্রবর্তী। মাথায় ১১টি সেলাই নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় অপূর্বকে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত ঢাবির জগন্নাথ হল মাঠে চলা সংঘর্ষে তিনি আহত হন।

বিজ্ঞাপন

অপূর্ব চক্রবর্তীর রাজনৈতিক সহযোগী একই হলের স্বাগতম বাড়ৈ সারাবাংলাকে বলেন, ‘পপুলার হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার অবিলম্বে আইসিইউতে ভর্তি করানোর নির্দেশ দেন। অনেক বেশি রক্তক্ষরণ হওয়ায় খিচুনি হয়েছিলো অপূর্ব দার। (শুক্রবার) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তাকে আইসিইউতে নেওয়া হয়।’

অপূর্ব চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে হল শাখা ছাত্রলীগের শীর্ষপদ প্রত্যাশী। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত তিনি।

আইসিইউতে নেওয়ার আগে দুপুরে অপূর্ব গণমাধ্যমকে জানান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের কর্মীরা ‘পরিকল্পিতভাবে’ তার ওপর হামলা করেছেন। তিনি বলেন, ‘ব্যক্তিগত ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে আমার ওপর এ হামলা করা হয়েছে। ইনান ভাই ও সাদ্দাম ভাইয়ের গ্রুপ এক হয়ে আমাদের ওপর হামলা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে ছাত্রলীগের একাধিক পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জগন্নাথ হলের কনসার্টের একপর্যায়ে ধাক্কাধাক্কি থেকে মারামারির সূত্রপাত ঘটে। পরে রাতভর দফায় দফায় সংঘর্ষ চলে।

ছাত্রলীগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারীদের কয়েকটি গ্রুপের সঙ্গে মারামারিতে জড়ান ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা। এতে আহত হন অন্তত ১৫ জন। তাদের মধ্যে গুরুতর আহত অপূর্বকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তার মাথায় ১১টি সেলাই দিতে হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সন্ধ্যায় পপুলারের আইসিইউতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সংঘর্ষের বিষয়ে বলেন, ‘ঘটনাটি শুনেছি। আমরা খতিয়ে দেখছি। কেউ দোষী হলে তাকে শাস্তির আওতায় আনা হবে।’

সারাবাংলা/আরআইআর/টিআর

অন্তর্কোন্দল ছাত্রলীগ নেতা আহত ছাত্রলীগের অন্তর্কোন্দল ছাত্রলীগের সংঘর্ষ ঢা‌বি ঢাবি ছাত্রলীগ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর