ইউএস-বাংলার ডিএমডি দিলরুবার বাবা মারা গেছেন
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩২
ঢাকা: ইউএস-বাংলার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা পারভীনের বাবা, খাদ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা গাজী আবুল কাশেম মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি ইউএস বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের শ্বশুর।
মরহুমের জ্যেষ্ঠ পুত্র ইউএনডিপির কর্মকর্তা এ কে এম মামুনুর রশীদ বলেন, ‘বাবা ক্যানসার সারভাইভরস ছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়া তিনি ভালোই ছিলেন। কিন্তু হঠাৎই আজ সকাল সাড়ে ১০টায় অসুস্থ বোধ করেন। তার কিছুক্ষণ পরেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।’
মৃত্যুকালে গাজী আবুল কাশেম স্ত্রী এবং পাঁচ ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
সাতক্ষীরার তালা উপজেলার আটুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন গাজী আবুল কাশেম। কর্মজীবনের শুরুতে কিছুকাল তিনি শিক্ষকতা করেন। এরপর সরকারের খাদ্য বিভাগে যোগ দেন।
দুই দশকেরও আগে তিনি অবসর গ্রহণ করেন। দীর্ঘদিন তিনি খুলনা শহরে বসবাস করেন। ২০১৪ সাল থেকে সন্তানদের সঙ্গে তিনি ঢাকায় বসবাস করেছেন।
সন্তানদের মধ্যে দ্বিতীয় পুত্র এ কে এম হারুন অর রশীদ জাপানে কর্মরত আছেন। কন্যাদের মধ্যে সাজিয়া আফরিন, দিলরুবা পারভীন ও শারমিন আক্তার নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জুমা বারিধারা আবাসিক এলাকায় বাইতুল আতীক কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল চারটায় বারিধারা কেন্দ্রীয় জামে মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পূর্বাচল আমেরিকান সিটিতে মরহুম গাজী আবুল কাশেমকে দাফন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সারাবাংলা/একে