বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৩
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৩
বগুড়া: বগুড়া-নাটোর মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুশি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ট্রাকচালক কুদ্দুস আলী (৩৬), আল আমিন (৩৯) ও হেলপার নুর ইসলাম (২০)।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের কৃষি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নাটোরগামী একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কয়লাবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক ও এক হেলপার মারা যান। ট্রাকের অপর হেলপার এ ঘটনায় আহত হয়েছেন।
এ ব্যাপারে শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সারাবাংলা/এমও