Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলের তারে ঘুড়ি পড়ায় আটক ২, মুচলেকায় ছাড় পেল ৪ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৬

ঢাকা: মেট্রোরেল লাইনের তারে ঘুড়ি পড়ার ঘটনায় দুইজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। আটকরা হলেন মো. আলামিন ও আতিকুর রহমান। এ ছাড়া চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের কাছে থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ডিএমপির কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম জানান, আটক দুজনকে ডিএমপি অধ্যাদেশে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

কাফরুল থানা পুলিশ জানায়, গত বুধবার মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে প্রায় ৪০ মিনিট মেট্রোরেল চলা বন্ধ ছিল। বিষয়টি সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চায় মেট্রোরেল কর্তৃপক্ষ। এরই মধ্যে এ ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে ডিএমপির কাফরুল ও মিরপুর মডেল থানা পুলিশ। এদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের কাছে থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ডিএমটিসিএল থেকে মেট্রোরেলের রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকার এক কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস ও গ্যাস বেলুন ইত্যাদি বা অনুরূপ কোনো বস্তু না ওড়ানোর অনুরোধ করা হচ্ছিল। পরে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জনস্বার্থে বিশেষভাবে ডিএমপি কমিশনারকে অনুরোধ করে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেলের উভয় পাশের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস বা গ্যাস বেলুন উড়ানোতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেকেই তা মানছেন না। এর ফলে এসব ঘুড়ি ও ফানুস ইলেকট্রিক তারের ওপর পড়ে বারবার ব্যাহত হচ্ছে মেট্রোরেল চলাচল। এতে বিপাকে পড়ছেন যাত্রীরাও।

বিজ্ঞাপন

সবশেষ গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর কাজীপাড়ায় ইলেকট্রিক তারের ওপর ঘুড়ি পড়ে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। আড়াই ঘণ্টারও বেশি সময় মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। এর ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান বলেন, আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও মেট্রোরেল সংলগ্ন এলাকায় ঘুড়ি ও ফানুস উড়ানো হয়। এর ফলে মেট্রোরেল পরিচালনা ব্যাঘাত ঘটছে। এটি খুবই দুঃখজনক। মেট্রোরেল আমাদের জাতীয় সম্পদ। আমাদের সবার উচিত এর প্রতি যত্নবান হওয়া।

এদিকে মেট্রোরেলের পার্শ্ববর্তী ১ কিলোমিটারের মধ্যে কেউ যেন ঘুড়ি, ফানুস ও গ্যাস বেলুন ইত্যাদি ওড়াতে না পারে, সেই বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

গত ১১ ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে ডিএমটিসিএল-এর সচিব মোহাম্মদ আবদুর রউফ মেট্রোরেলের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে এ ধরনের বস্তুর কারণে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। চিঠিতে গত ৭ ফেব্রুয়ারি দুটি ঘুড়ি ও ঘুড়ির সুতা পল্লবী থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশের বৈদ্যুতিক লাইনে আটকে থাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেলের চলাচল ব্যাহত হয় বলে উল্লেখ করা হয়।

এর আগে, গত থার্টি ফার্স্ট নাইটে মেট্রোরেলের বিভিন্ন অংশে ফানুস পড়ে চলাচল ব্যাহত হয়। পরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মীরা সেসব ফানুস অপসারণ করে মেট্রোর চলাচল স্বাভাবিক করে।

সারাবাংলা/ইউজে/একে

ঘুড়ি টপ নিউজ মেট্রোরেল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর