Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৮

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার তালসারী গ্রামের মোড়ে বাসের ধাক্কায় মফিজ উদ্দিন (৬৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পিকনিকের বাসটি নড়াইল জেলা থেকে মেহেরপুর জেলার মুজিবনগরের উদ্দেশে যাচ্ছিল। বাস ও তার চালককে আটক করা সম্ভব হয়নি।

নিহত মফিজ উদ্দিন দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মরহুম তৈয়ব আলীর ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘মফিজ উদ্দিন সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তালসারী গ্রামে ফসলের মাঠে যাচ্ছিলেন। ঘটনার সময় তালসারী মোড়ে পৌঁছলে দ্রুতগতির একটি পিকনিকের বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

সারাবাংলা/একে

মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর