Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদ, সম্পাদক নুর

ইবি করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৮

ইবি: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ১৩ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক পদে চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নুর আলম সাধারণ সম্পাদক মনোনীত হন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সংগঠনটির দফতর সম্পাদক মনির হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

এর আগে (বৃহস্পতিবার) সকাল কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে কমিটি গঠিত হয়। নব-গঠিত কমিটিকে শপথ পাঠ করান সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।

২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ওবাইদুর রহমান আনাস, উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মিম, সহ- সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন, আসিফুর রহমান ও শেখ সুমন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রানা ও কোষাধ্যক্ষ আহমাদ গালিব।

এ ছাড়া দফতর সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিব সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত মালিয়াত সীমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তাহমিদ হাসান সজীব, ক্রীড়া সম্পাদক তানিম তানভীর, কার্যনির্বাহী সদস্য ইমানুল সোহান, মুখলেসুর রাহমান সুইট, মেহেদী হাসান রাফি ও মামুন মিয়া।

সারাবাংলা/একে

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর