Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপন্ন লজ্জাবতী বানরসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০১ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নগরীর আকবরশাহ থানার সিটি গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. আতুয়ার (৫২) বগুড়ার দুপচাঁচিয়া থানার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

নগর গোয়েন্দা পুলিশের (উত্তর ও দক্ষিণ) সহকারী কমিশনার শেখ সাব্বির হোসেন সারাবাংলাকে জানান, পুলিশ সদর দফতর থেকে পাওয়া গোপন তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে লজ্জাবতী বানরসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার আতুয়ার পুলিশকে জানিয়েছেন, বিপন্ন প্রজাতির ওই বানরগুলো বান্দরবানের আলীকদম থেকে সংগ্রহ করে প্রথমে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় আনা হয়েছে। সেখানে ৩০ হাজার টাকার বিনিময়ে প্রাণীগুলো নিয়ে ঢাকার কাপ্তানবাজারে যাওয়ার কথা ছিল একজনের।

আতুয়ারের বিরুদ্ধে আকবরশাহ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২-এর ৩৪(খ) ধারায় মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

সারাবাংলা/আইসি/টিআর

চট্টগ্রাম লজ্জাবতী বানর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর