২৪ ফেব্রুয়ারি বর্ধিত সভা ডেকেছেন রওশন
স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৪০
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৪০
ঢাকা: জাতীয় সম্মেলনকে সামনে রেখে জাতীয় পার্টি (রওশনপন্থী) ২৪ ফেব্রুয়ারি বর্ধিত সভা ডেকেছে। বেগম রওশন এরশাদ এই বর্ধিত সভা আহ্বান করেছেন। আগামী ৯ মার্চ তাদের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারিত আছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাপার মুখপাত্র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠেয় জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।
পার্টির সংশ্লিষ্ট সকল সদস্য ও নেতাদের যথা সময় বর্ধিত সভায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম