Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবিতার বই ‘না প্রেম না বিপ্লব’র মোড়ক উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১১

ঢাকা: বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় বিপ্লব সিরাজীর কবিতার বই না প্রেম না বিপ্লব এর মোড়ক উন্মোচিত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাত হোসেন নিপু, সিনেমা প্রযোজক হাবিবুর রহমান খান, অ্যাডভোকেট শিহাব আহমেদ সিরাজী, আবৃত্তিকার তাহমিনা শাম্মী, ভিন্ন চোথ প্রকাশনীর প্রকাশক ও কবি আলী আফজাল খান, কবি বিপ্লব সিরাজী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হাবিবুর রহমান খান বলেন, ‘না প্রেম না বিপ্লব কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা ভালো হয়েছে। বইটির ব্যাপক প্রসার ও প্রচার আশা করছি। আমি আশাবাদী পাঠকরা বইটি পড়ে আনন্দ পাবেন।’

ভিন্ন চোখ প্রকাশনীর প্রকাশক আলী আফজাল খান বলেন, ‘আমি এ বছর যতগুলো বই করেছি, না প্রেম না বিপ্লব সেরা বইগুলোর একটি। কবি বিপ্লব সিরাজী ভালো লেখেন। তার কবিজীবনের সাফল্য কামনা করছি।’

না প্রেম না বিপ্লবের কবি বিপ্লব সিরাজী বলেন, ‘এটি আমার প্রথম বই। বইটি প্রকাশ পাওয়ায় আমি আনন্দে আপ্লুত। সহজ ও বোধগম্য ভাষায় কবিতা লেখার চেষ্টা করেছি। পাঠক কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত ঘোরের মধ্যে থাকবেন বলে আমি আশাবাদী।’

না প্রেম না বিপ্লব বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় (সোহরাওয়ার্দী উদ্যান অংশের) ভিন্ন চোখ প্রকাশনীর ১৮৫ নম্বর স্টলে।

সারাবাংলা/একে

অমর একুশে বইমেলা ২০২৪ কবিতার বই না প্রেম না বিপ্লব বইমেলা ২০২৪

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর