Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাসিনা-জেলনস্কির বৈঠকে রাশিয়ার সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২০ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৫

ঢাকা: বাংলাদেশ কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে চলছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেক্সান্দর মান্তিতস্কি। তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ঢাকা-মস্কোর সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকারে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।

বিজ্ঞাপন

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘আমরা জানতে পেরেছি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সাইডলাইনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন। তবে এ নিয়ে ঢাকা-মস্কোর সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।’

অপর এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ভারসাম্যের কূটনীতিতে চলে। বাংলাদেশের এই কূটনীতির আমরা প্রশংসা করি।’

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন চাই। এ নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই।’

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

টপ নিউজ বৈঠক রাশিয়া হাসিনা-জেলনস্কি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর