Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ভূকম্পন অনুভূত, আবহাওয়া অফিস বলছে তথ্য নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৩

রাজশাহী: রাজশাহী অঞ্চলের বেশ কিছু জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে তথ্য নেই।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। ভূ-কম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বারুইপাড়া গ্রামে।

গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নদীয়া জেলার তেহাট্টা মহকুমার বারুইপাড়া গ্রামে। এই ভূমিকম্প রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা ও কুষ্টিয়াতেও অনুভূত হয়েছে।

তবে ভূমিকম্পের বিষয়ে কিছুই জানে না রাজশাহী আবহওয়া অফিস। অফিসের নম্বরে কল দিয়ে এ বিষয়ে জানতে চাওয়া হলে ওপার থেকে বলা হয়, রাজশাহীতে ভূমিকম্পের কোনো তথ্য নেই। এ তথ্য ঢাকা থেকে দিতে পারবে।

 

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ভূ-কম্পন রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর