ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের লিফলেট বিতরণ
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫২ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৫
ঢাকা: এক দফার আন্দোলন বেগবান করতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) কাকরাইল, নয়াপল্টন ও ফকিরাপুল এলাকায় পথচারী, বিপণি কেন্দ্র ও দোকানপাটে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করেন তারা।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি এ সময় বলেন, ‘সরকার পুরো দেশকে সন্ত্রাসী রাজত্বে পরিণত করেছে। সরকার দলীয় ক্যাডাররা শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি সেক্টর রাম রাজত্ব কায়েম করেছে। বাজার সিন্ডিকেট করে সাধারণ মানুষকে অসহায় করে তুলেছে। তাদের অত্যাচার থেকে কোনো শ্রেণির মানুষ রক্ষা পাচ্ছে না।’
লিফলেট বিতরণে অন্যদের মধ্যে অংশ নেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ আল আমিন, যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ, রশিদ উল ইসলাম তানজিম, নাফিউর রহমান পাবেল, কলাবাগান থানা ছাত্রদলের আহ্বায়ক ওবাইদুল ইসলাম সৈকত, রমনা থানা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল শিকদার, সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল আহমেদ সানি, রমনা থানা ছাত্রদলের সদস্যসচিব বায়জিদ আহমেদ রাজু, ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুকউজ্জামান জুয়েল, কলাবাগান থানা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্যসচিব পারভেজ আহমেদ প্রমুখ।
সারাবাংলা/এজেড/টিআর